প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) দোকান উদ্বোধন উপলক্ষে দোয়া করা কি জায়েয? ২) দোকান উদ্বোধন উপলক্ষে দোয়ার পরে দেয়া খানা খাওয়া যাবে? ৩) পরীক্ষায় রেজাল্ট ভালো পাওয়ার জন্য মসজিদে দোয়া করে মিষ্টি খাওয়া জায়েয?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, জায়েয। যুগ যুগ ধরে মানুষ এ ধরনের কাজ খায়ের ও বরকতের উদ্দেশ্যে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে শুরু করিয়ে আসছে। শরীয়াতেও এর বুনিয়াদ বা ভিত্তি পাওয়া যায়। হাদীস শরীফে আছে এক ব্যক্তি অন্ধ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই বলে ডেকে পাঠালেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে এসে একটি জায়গায় নামায পড়ে নির্ধারণ করে দিন। আমি পরবর্তীতে সর্বদা সেখানেই নামায পড়ব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে তাই করলেন।–সহীহ মুসলিম, হাদীস নং ১৫৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৭৫৫; আল্লামা নববী, শরহে মুসলিম ১/২৪৪

২+৩। হালাল হলে কোন সমস্যা নেই।–রদ্দুল মুহতার ৬/৫৫-৫৮; ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা ৪১৭

Loading