প্রশ্ন : হযরত সালাম নিবেন। ১। হযরত যদি আমি নিজের টাকা খরচ করে কুরবানী করি কিন্তু কুরবানীতে আমার ছেলে বা মা-বাবা ইত্যাদি কারো নাম দেই তবে আমার কুরবানী আদায় হবে কি? ২। হযরত আমার এক আত্মীয় নিজে একটি গরু কুরবানী দেন। এখন আমার সামথ্য থাকা সত্ত্বেও যদি আমি নিজের টাকা খরচ না করে আত্মীয়কে বলে তার অনুমতি সাপেক্ষে আমার নাম দিয়ে দেই তবে আমার কুরবানী আদায় হবে কি? অনুগ্রহ করে কুরবানীর আগে জানালে উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
(১) না, এতে আপনার কুরবানী আদায় হবে না।
(২) হ্যাঁ, এর দ্বারা আপনার কুরবানী আদায় হয়ে যাবে।-আদ্দুররুল মুখতার ৬/৩১৫

Loading