প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি একটি বড় সমস্যায় পড়েছি। আমাদের অফিসের একজন সদস্য যে আমার পাশেই বসে সে আমার কাছে একটি কীবোর্ড চাইলে আমি আমার বাসার অতিরিক্ত কীবোর্ডটি তাকে দিয়ে দেই । এখন সে এটা দিয়ে কাজ করে মাঝে মাঝে ছবি ও ভিডিওর কাজও করে। আমি বড় পেরেশানিতে আছি। কি করি ? তাকে দেয়া কীবোর্ড কারণে আমিও কি গোনাহগার হবো? এখন করণিয় কি? যদি তার কাছে বিক্রি করে দেই অথবা মিথ্যা কথা বলে নিয়ে যাই যে আমার প্রয়োজন আমাকে আমার কীবোর্ড দিয়ে দিন তবে কি রকম হবে অথবা অন্য কোন উপায় বলে দিলে কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খাইরান

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তার ব্যবহারের দায় আপনার উপর বর্তাবে না এবং আপনার কোন গুনাহ হবে না।- রদ্দুল মুহতার ৫/২৭২, নাইলুল আউতার ৫/১৫৪, মুফতী শফী (রহঃ), আহকামুল কুরআন ৩/৭৪

Loading