প্রশ্ন : আসসালামু আলাইকুম, সালাতে সূরা আলাক তিলাওয়াতের নিয়ম কি? (তেলাওয়াতে সিজদাহ- সুরা শেষ হওয়ার পর পরই দিয়ে আবার দাড়িয়ে রুকুতে যাব) পদ্ধতিটা কি রকমের হবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এক্ষেত্রে আপনি রুকূতে সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করতে পারেন অথবা রুকূর পরে সিজদাহ করলে ঐ সিজদাহ দ্বারাও তিলাওয়াতের সিজদাহ আদায় হয়ে যাবে। আর সামনে আরো কিরাআত পড়তে চাইলে প্রথমে তিলাওয়াতের সিজদাহ দিয়ে অতঃপর কিরাআত পড়বেন।–রদ্দুল মুহতার ২/১১২, ১৩৩; বাদায়েউস সানায়ে ১/১৮৮

Loading