প্রশ্ন : ১.একাকী নামাযের সময় তাকবীরগুলি কি জোরে বলা যাবে? ২. সালাতে দাঁড়ালে (বিশেষত যোহরের সালাতে) প্রচুর হাই আসে। এটা কেন হয়? আর কিভাবে তা দুর করব? ৩. এশার সালাতের শেষ সময় কখন?

উত্তর :

১। যে কোন ফরজ নামাযে চাইলে বলতে পারেন। অনুরূপভাবে রাতের নফল নামাযেও চাইলে বলতে পারেন।

২। তা তো বলতে পারব না। তবে নামাযে এটা আসলে হাদীস শরীফে মুখে হাত দিয়ে যথাসম্ভব চাপিয়ে রাখার চেষ্টা করতে বলা হয়েছে। কেননা শয়তান তার মুখে প্রবেশ করে।-সহীহ মুসলিম, হাদীস নং ৭৬৮৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০২৮

৩। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত।–আদ্দুররুল মুখতার ১/৩৬১

Loading