প্রশ্ন : কারো কাছে যদি যাকাতের সমপরিমাণ অর্থ থাকে কিন্তু সে যদি এতিম হয়, ভরণপোষণ দেওয়ার মত কেউ না থাকে, উপার্জন করার কোন ব্যবস্থাও না থাকে তবে তার উপর কি যাকাত ফরজ?

উত্তর :

শরীয়তের দৃষ্টিতে ইয়াতীম মূলত ঐ নাবালেগকে বুঝায় যার পিতা নেই। কাজেই কারো পিতা থাকলে বা বালেগ হলে সে আর ইয়াতীম গণ্য হয় না। আর নাবালেগের উপর যাকাত ফরজ হয় না। বালেগ হলে নেসাব পরিমান সম্পদ থাকলে বছরান্তে যাকাত ফরজ হয়। যদিও তার ভরণপোষণ দেওয়ার মত কেউ না থাকে বা উপার্জন করার কোন ব্যবস্থা না থাকে। যখন তার সম্পদ নেসাবের নীচে নেমে আসবে তখন তার উপর আর যাকাত ফরজ হবে না।

Loading