প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। উমরী ক্বাযা নামায পড়তে কি আযান, ইকামত দিতে হবে? ২। মেয়ের বাবা কোন ছেলের সাথে চাকরি দিয়ে বিয়ে দেয়ার চুক্তি করলে ছেলের জন্য ঐ চাকরি নিয়ে বিয়ে করা কি জায়েয হবে? ৩। আমার থাকার ঘরটা টিনের তৈরী। টিনটা মুরগী মার্কা। মুরগীর ছবিটা স্পষ্ট বুঝা যায়। নামায পড়ার মত আলাদা কোন ঘর না থাকলে ঐ টিনের ঘরে নামায পড়লে কি মাকরূহে তাহরীমী হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, সুন্নাত। তবে প্রকাশ্যে মানুষের সামনে দিবে না যাতে গোনাহের ব্যাপারে অপরে অবগত না হয়।–রদ্দুল মুহতার ১/৩৯০; আহসানুল ফাতাওয়া ২/২৮১

২। যদি ছেলে এমনটি শর্ত করে থাকে তবে তা নেওয়া জায়েয হবে না। আর মেয়ের পিতা স্বেচ্ছায় ছেলেকে চাকরি দিতে ইচ্ছুক হলে ছেলে চাইলে তা গ্রহন করতে পারে। তবে ছেলেকে বাধ্য করা উচিত হবে না। অধিকাংশ ক্ষেত্রে এটা পরবর্তীতে সমস্যা হওয়ার কারন হয়।

৩। এই লিঙ্কে http://muftihusain.com/ask-me-details/?poId=1330 আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ। যদি ছবি বুঝা যাওয়ার কারনে নামায মাকরূহ হয় তবে কোন রঙ ইত্যাদি দ্বারা তা লেপে বা ঢেকে দিলে মাকরূহ হবে না।

Loading