প্রশ্ন : আমি আমার স্ত্রীকে ভুল করে বলে ফেলেছি যে, তুমি এখন স্বাধীন অন্য আর একজনকে খুঁজে নাও। যাকে ভালো লাগে তাকে বিবাহ করে সংসার করো। এখন এর হুকুম কি? আমাদের কি আবার বিবাহ করতে হবে?

উত্তর :

আপনি এখানে মোট তিনটি বাক্য ব্যবহার করেছেন। (১) তুমি এখন স্বাধীন। (২) অন্য আর একজনকে খুঁজে নাও। (৩) যাকে ভালো লাগে তাকে বিবাহ করে সংসার করো।
এখন জানার বিষয় হল পরের দুটি বাক্য প্রথম বাক্যের সত্যায়নরূপে বা ব্যাখ্যারূপে বা প্রথম বাক্যের অবস্থা বুঝানোর জন্য বলেছিলেন নাকি পরের দুটি বাক্য দ্বারা নতুনভাবে তালাক দেওয়া উদ্দেশ্য ছিল? এটা জানার পরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

Loading