প্রশ্ন : আসসালামু আলাইকুম, ফ্রিজ, আলমারী, খাট, শোকেছ, ওয়াড্রপ, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যা দৈনিক অথবা মাসে একবার হলেও ব্যবহার হচ্ছে। যেহেতু উপরোক্ত জিনিসগুলো না থাকলেও জীবন চলে যায়। তাই- ১। উপরোক্ত কোন কোন জিনিস কুরবানীর নেসাব হিসাবে ধরতে হবে ? ২। উপরোক্ত জিনিসগুলো কি যাকাতের নেসাব হিসাবে ধরতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। এগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। ব্যবহারের জন্য ক্রয় করলে কুরবানীর নেসাবে এগুলো হিসাবে আসবে না।
২। না, এগুলোতে ব্যবসার নিয়ত না করলে যাকাতের হিসাবে আসবে না।–আদ্দুররুল মুখতার ২/২৬৪; ফাতহুল কদীর ২/১৬২

Loading