প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার একজন পরিচিতা উনার ভাইয়ের কাছে ৭/৮ লাখ টাকায় জমি বিক্রি করে ওই টাকা উনার ভাইয়ের কাছেই রেখে দেন। উনার ভাই এই টাকা ব্যবসায় খাটিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা উনাকে দেন। তবে এই নির্দিষ্ট পরিমাণ টাকার ব্যাপারে কোন চুক্তি হয়নি। অর্থাৎ, কত টাকা দিবে সে ব্যাপারে কোন চুক্তি হয়নি। কিন্তু, দুই পক্ষেরই  জানা আছে কত টাকা লাভ দিবে। উল্লেখ্য, ব্যবসার লাভ থেকে কোন লভ্যাংশ (লভ্যাংশের পরিমাণ  শতকরা হারে কার কত এই ব্যাপারে কোন চুক্তি নেই) দেওয়া হচ্ছেনা। যদিও উনার ভাইয়ের ভাষ্য, উনি ব্যবসার লাভ থেকেই মাসিক টাকা দিচ্ছেন। এমতাবস্থায় হযরতের কাছে জানতে চাই এই মাসিক টাকা সুদের পর্যায়ে পড়বে কিনা? জাযাকাল্লাহ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

প্রশ্নে আপনার এই বর্ণনা থেকে “কিন্তু, দুই পক্ষেরই  জানা আছে কত টাকা লাভ দিবে” বুঝে আসে তার ভাই প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা দিয়ে থাকেন। যদি এমনিই হয় তবে তা স্পষ্ট সূদ। এ থেকে বিরত থাকা জরুরী। এক্ষেত্রে উক্ত মহিলার কর্তব্য হল, তার ভাইয়ের সাথে স্পষ্ট করে চুক্তি করে নেওয়া। অর্থাৎ লভ্যাংশের কত ভাগ তিনি পাবেন তা স্পষ্ট করে নেওয়া। যেমন লভ্যাংশের অর্ধেক বা তিন ভাগের এক ভাগ অথবা শতকরা হারে অন্য কোন অংশ।

Loading