প্রশ্ন : আসসালামু আলাইকুম, নাবালেগ বাচ্চাকে দিয়ে আযান ও একামত দিলে কি নামায সহীহ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
নামায তো হয়ে যাবে। তবে বাচ্চা নাবালেগ হলেও যদি বালেগ হওয়ার নিকটবর্তী হয় সেক্ষেত্রে তার আযান ইকামাতে কোন সমস্যা নেই। তবে অবুঝ নাবালেগ আযান দিলে তা সহীহ হবে না।–আদ্দুররুল মুখতার ১/৩৯৩, ৩৯৪; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ২/৬৮

Loading