প্রশ্ন : আসসালামু আলাইকুম! মুহতারাম, আমার প্রশ্ন – এশার চার রাকাআত নামাযে ইমাম সাহেবের সাথে তিন রাকাত নামায আদায় করে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু বা তাশাহহুদ পরে বসে থাকা অবস্থায় ইমাম সাহেব সালাম ফিরালে আমিও ভুলক্রমে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলি। তারপরে মনে হবার পরে আর বাম পাশে সালাম না ফিরিয়ে দাড়িয়ে বাকী এক রাকাআত নামায শেষ করে ফেলি। সিজদায়ে সাহূ দিইনি কারণ মনে হচ্ছিল নামায যদি শেষ হয়েই যায় তাহলে সিজদায়ে সাহূ কোন কাজে আসবে না। পরে একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে বলল, আপনার নামায সহীহ হয়েছে। কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। তাই আপনার মতামত বা করনীয় জানতে চাই? জাযাকাল্লাহু খাইরন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর সিজদায়ে সাহূ ওয়াজিব ছিল। এখন ঐ নামায আপনার জন্য দোহরানো ওয়াজিব।–রদ্দুল মুহতার ১/৬৯৬; আহসানুল ফাতাওয়া ৪/২৭,২৮

Loading