প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি প্রায়ই আমার মোটর সাইকেলে করে আমার জেলা শহরের দিকে যাই। যাওয়ার সময় সাথে করে একজন গরীব মানুষকে নিয়ে যাই যেখানে তাকেও তার প্রয়োজনে যেতে হয়। আমি যদি তাকে না নিয়ে যাই তাহলে তাকে ১২০ টাকা গাড়ি ভাড়া খরচ করে যেতে হবে। এখন আমি প্রতিবার তাকে নিয়ে যাওয়ার সময় যদি এই নিয়ত করি যে ১২০ টাকা করে আমার যাকাত থেকে আদায় হয়ে যাচ্ছে, এটা কি সঠিক হবে?
উত্তর :না, এভাবে আপনার যাকাত আদায় হবে না।–তাবয়ীনুল হাকায়েক ২/১১৮; আল বাহরুর রায়েক ২/৩৫২
 ![]()
				
        
        