প্রশ্ন : শরীরে কোন নাপাকী নাই, তবে গোসল ফরজ হয়েছে, এমতাবস্থায় শরীর থেকে নির্গত ঘাম কি নাপাক?
উত্তর :না, নাপাক নয়।– সহীহুল বুখারী, হাদীস নং ২৮৩; সহীহ মুসলিম, হাদীস নং ৮৫০রদ্দুল মুহতার ১/২২২,২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; আল বাহরুর রায়েক ১/২২১।
 ![]()
				
				
                
				
				
        
        
                
        
        
না, নাপাক নয়।– সহীহুল বুখারী, হাদীস নং ২৮৩; সহীহ মুসলিম, হাদীস নং ৮৫০রদ্দুল মুহতার ১/২২২,২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; আল বাহরুর রায়েক ১/২২১।
 ![]()
কপিরাইট © ২০২৫, মুফতী আবুল হুসাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।