প্রশ্ন : আমি বিভিন্ন ইসলামী ব্যাংকে ট্রেড লাইসেন্স ছাড়া একাউন্ট করার জন্য চেষ্টা করেছি কিন্তু তারা আমাকে করে দেয়নি। আমার কোন ব্যবসা নাই। আমি আমার নামে ডুব্লিকেট একটি ট্রেড লাইসেন্স যদি কম্পিউটারে বানিয়ে নেই সেটি দিয়ে একাউন্ট খুললে কি জায়েয হবে? অথবা ইউনিয়ন পরিষদ থেকে যদি আমার নাম ও দোকানের নাম দিয়ে একটি ট্রেড লাইসেন্স করিয়ে নিয়ে সেটি দিয়ে একাউন্ট খুলি তাহলে কি জায়েয হবে?

উত্তর :

না, এভাবে নকল ট্রেড লাইসেন্স করা জায়েয হবে না। কেননা এগুলো মিথ্যা ও ধোঁকার শামিল। আপনি ইসলামী ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংকে কারেন্ট একাউন্ট খোলার চেষ্টা করতে পারেন। অনেক ব্যাংক ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যক্তিগত নামে কারেন্ট একাউন্ট খোলার সুযোগ দিয়ে থাকে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯৯১; সুনানে তিরমিজী, হাদীস নং ১৯৭১

Loading