প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বর্তমানে বিভিন্ন মসজিদে কাঁচের দরজা ব্যবহার করা হয়। এটা সুতরা হিসাবে কাজ করবে কিনা? অর্থাৎ পিছনে নামাযরত মুসল্লী থাকলে সামনে দিয়ে যাওয়া যাবে কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
হ্যাঁ, তা সুতরা হিসেবে যথেষ্ট হবে।–বাদায়েউস সানায়ে ২/৮৪; রদ্দুল মুহতার ১/৬৩৬,৬৩৭

Loading