প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার আম্মু অনেক দিন ধরে অসুস্থ। মাঝে মাঝে খুব বেশী অসুস্থ হয়ে পড়েন। এবারো অনেকটা অসুস্থ হয়ে গেছেন। অন্য সব বার আম্মুর মনের জোর ছিল। কিন্তু এবার মন খারাপ করে থাকে সব সময়। হঠাৎ আজ ভোরে ৫:৩০ টায় আম্মুকে নিয়ে স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন, রাতে আমি আর আমার স্বামী শুয়ে আছি। হঠাৎ দেখি আম্মু কার যেন লুঙ্গি জামার ওপরে গায়ে দিয়ে আমাদের পাশের রুমে খাবার টেবিলে বসল। এটা দেখে আমি তাড়াতাড়ি আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে বললো যে, আম্মুকে রেখে কিভাবে ঘুমাই। আম্মু তখন কান্না করছিল। এই স্বপ্নের ব্যাখ্যা কী?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

উক্ত হাদীসে আপনার আম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করতে বলা হয়েছে। তাই আপনার আম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করতে বলুন।

Loading