প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। মুখে ঔষধ খেলে আমরা যেভাবে “আল্লা হৌ শাফী” বলে খাই, শরীরের অন্যান্য অঙ্গে ঠিক তদ্রূপভাবে বলা যাবে কি, নাকি অন্য কিছু বলতে হবে? জাযাকাল্লাহ।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ওষুধ খাবার পূর্বে আল্লাহু শাফী বলার কোন বিধান হাদীস শরীফে পাওয়া যায় না। কাজেই তা সুন্নাত মনে করে পড়ার কোন সুযোগ নেই। এক্ষেত্রেও বিসমিল্লাহ্ বলে ওষুধ সেবন করবে।
আর আপনি প্রশ্নে লিখেছেন “আল্লা হৌ” শব্দটি সঠিক নয়। আল্লাহু হবে।