প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি আগে সালাতে সিজদার সময় দুই হাত বিছিয়ে দিতাম (কুনুই পর্যন্ত মাটিতে মিশিয়ে দিতাম) কিন্তু একজনের কাছে শুনলাম হাদীসে আছে- ১। “কুকুরের মত হাত বিছিয়ে দিয়ো না” ২। “রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিজদার সময় (হাত ও পার্শ্বদেশ এর ) মাঝখানে এমন ফাঁকা থাকতো যে, মাঝখান দিয়ে কোন বকরীর বাচ্চা যেতে চাইলে যেতে পারতো”। তারপর থেকে আমি আর হাত বিছিয়ে দিই না এবং সিজদার মাঝখানে এমন ফাঁকা রাখি যাতে বকরীর বাচ্চা যেতে পারে। উক্ত হাদীস দুটি কি সহীহ। আর আমার সালাত কি সুন্নাত তরীকায় হচ্ছে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, হাদীস দুটো সম্পূর্ণ সহীহ। এটাই সুন্নাত তরীকাহ।- সহীহ মুসলিম, হাদীস নং ১১৩৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৮৯৭; সুনানে নাসাঈ, হাদীস নং ১১০২

Loading