প্রশ্ন : আমি আজকে নামাযের তৃতীয় রাকাআতে সিজদা নিয়ে সন্দেহে পড়েছি। যখন আল্লাহ আকবর বলে উঠে যাচ্ছিলাম তখন আমি পুনরায় বসে সিজদা আরেকটা না দিয়ে চতুর্থ রাকায়াত পড়ি এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করি। আমার নামাযটা কি হয়ছে? নাকি নামাযটা আমার কাজা করতে হবে?

উত্তর :

না, উক্ত নামায হয়নি। তা পুনরায় ক্বাযা করতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৪৫৫

Loading