প্রশ্ন : হুজুর সালাম নিবেন। হুজুর একটা ফতোয়া জানতে চাচ্ছি? আপনার কাছে অনুরোধ দ্রুত উত্তর দিবেন। ১। হিন্দুদের শিরকযুক্ত সিনেমা যদি আমি কাউকে দেই এবং তারা যদি তা দেখে শিরক করে তবে কি গুনাহে জারিয়া হিসেবে আমার আমলনামায় শিরকের গুনাহ লিখা হবে এবং আমি ইসলাম থেকে বের হয়ে যাব? ২। আমি যদি তাদেরকে সেগুলো ডিলেট করার কথা না বলি তবে তারা যদি তা দেখে শিরক করে তবে কি আমার শিরকের গুনাহ হবে এবং আমি মুশরিক হয়ে যাব? নাকি আমার কোন ধরনের গুনাহ হবে না? উল্লেখ্য আমার কাছে যা ছিল সব ডিলেট করেছি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
সালাম এভাবে না দিয়ে আসসালামু আলাইকুম বলে দিতে হয়।
১+২। হ্যাঁ, আপনি তাদেরকে দিয়ে থাকলে তাদের দেখা ও শিরক করার দরুন আপনার আমলনামায়ও গুনাহের একটা অংশ যুক্ত হবে।
তবে এর জন্য আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন না। তবে শিরকযুক্ত সিনেমা দেখা এবং অন্যকে দেখতে উদ্বুদ্ধ করা অনেক বড় গোনাহের কাজ। আপনি এর জন্য খালেছভাবে তাওবা করে নিবেন এবং যাদেরকে তা দিয়েছেন তাদেরকেও দেখতে নিষেধ করে দিবেন।–সহীহ মুসলিম, হাদীস নং ৬৯৭৫; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৩

Loading