প্রশ্ন : ১৷ এক ভাই সুদ দিয়ে দোকান খরিদ করছেন। এখন এই দোকানে হালাল মূলধন দিয়ে হালাল ব্যাবসা তিনি নিজে করতেছেন। এখন তার ইনকাম কি হালাল হবে? যেহেতু তার এই দোকান সূদ দিয়ে কিনা। ২৷ এক বোনের স্বামীর ইনকাম হারাম। কিন্তু তার স্বামী তাকে যে মোহরানার টাকা দিয়েছে তিনি তা তার ভাইকে দিয়ে দিছেন। ভাই এই টাকা দিয়ে হালাল ব্যবসা শুরু করেছেন। এখন ভাইয়ের এই ব্যবসা কি হালাল থাকবে?

উত্তর :

১। হ্যাঁ, হালাল মূলধন দিয়ে ব্যবসা করলে তার উপার্জন হালাল হবে। তবে তার সূদ নেওয়ার গুনাহ হবে। এবং তার জন্য উক্ত সূদী টাকা মালিককে বা তার ওয়ারিশদেরকে ফিরিয়ে দেওয়া অথবা মালিক পাওয়া না গেলে গরীবদেরকে সদকাহ করা ওয়াজিব।–রদ্দুল মুহতার ৬/৩৮৫; আল বাহরুর রায়েক ৮/৩৫৯

২। যদি তার স্বামীর অধিকাংশ ইনকাম হালাল হয় অথবা যেটা দিয়েছে তা হালাল থেকে দিয়ে থাকে তবে কোন অসুবিধা নেই। আর যদি অর্ধেক বা তার বেশি ইনকাম হারাম হয় অথবা (স্বামী মোহর বাবদ) যেটা দিয়েছে তা হারাম থেকে দিয়েছে এমনটি হয়ে থাকলে তা দ্বারা ব্যবসা করলে হালাল হবে না। বরং পূরো হারাম টাকা ও মুনাফা উভয়টি সদকাহ করতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২; কাযীখান ৩/৪০০

Loading