প্রশ্ন : আসসালামু আলাইকুম । আমার প্রশ্ন হচ্ছে, রমযানের ফরজ রোযার কাফফারা হিসেবে ৬০ জন ইয়াতীম বাচ্চাকে খাওয়ালে কি তা আদায় হবে? নাকি ফকীর মিসকীনকে খাওয়াতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, ইয়াতীম গরীব হলে তাদেরকে কাফফারা বাবদ খাওয়ানো যাবে। তবে শর্ত হল তারা বালেগ হওয়ার নিকটবর্তী হতে হবে। আট দশ বছরের বাচ্চাকে খাওয়ালে কাফফারা আদায় হবে না।
উল্লেখ্য যে, রোযার কাফফারায় লাগাতার ষাটটি রোযা রাখার সামর্থ্য না থাকলে কেবল সেক্ষেত্রেই ষাট জন গরীবকে খাওয়ানো যায়। রোযা রাখার সামর্থ্য থাকলে খাওয়ানোর দ্বারা কাফফারা আদায় হবে না।–রদ্দুল মুহতার ২/৪৭৬; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৬/২৮৩

Loading