প্রশ্ন : আসসালামু আলাইকুম মক্কায় যে কোন নেক আমলের (কুরআন তিলাওয়াত, তাসবীহ, রোযা, দান-সাদাকাহ) ছাওয়াব ১ লক্ষ গুন পাওয়া যায়, নাকি শুধু নামাযের জন্য এই ফজীলত। একজন গায়রে মুকাল্লিদ বা আহলে হাদীস বললেনঃ হজের সময় নাকি কুরআন তিলাওয়াতের বা মক্কায় নাকি কুরআন তিলাওয়াতের কোন ছাওয়াব নেই! বিষয়টি একটু বিস্তারিত (যদি আলাদা আলাদা আমলের আলাদা আলাদা ফজীলত থাকে) জানালে খুশি হবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হাদীস শরীফে উক্ত ফজীলাত শুধুমাত্র নামাযের ক্ষেত্রে এসেছে। তবে উলামাদের একটি জামাআত তা সকল ইবাদাতের ক্ষেত্রে প্রযোজ্য বলেছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। একমাত্র তার জ্ঞানই পরিপূর্ণ।

“হজের সময় কুরআন তিলাওয়াতের কোন ছাওয়াব নেই” এটা কেমন কথা? তাহলে কি হজের সময় কুরআন তিলাওয়াত নিষেধ? ১ লক্ষ গুন না পেলেও অন্তত তার নির্ধারিত ছাওয়াব তো পাবে।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৪১৩; রদ্দুল মুহতার ২/২৫৭; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৬/৫৮৩

Loading