প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। লাল রঙের গেঞ্জির মধ্যে সাদা বা অন্য রঙের ছাপা থাকলে সেটা পরা যাবে? (ছাপার পরিমাণ সামান্য) ২। কেউ যদি লাল রঙের কাপড় পরে নামায পড়ে তাহলে নামাযের কোন ক্ষতি হবে? ৩। হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে নামায পড়লে নামায মাকরূহ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, পরা যাবে। পুরুষের জন্য নিরেট লাল রঙের কাপড় পরিধান করা মাকরূহ। তবে লালের সাথে অন্য কোন রঙ মিশ্রিত হলে তা ব্যবহার করতে অসুবিধা নেই।
২। নামায তো হয়ে যাবে তবে নিরেট লাল রঙের কাপড় হলে নামায মাকরূহ হবে।
৩। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1910
সূত্রসমূহঃ আদ্দুররুল মুখতার ৬/৩৫৮; আল বাহরুর রায়েক ৮/১৯০

Loading