প্রশ্ন : ১। আমার ভাই লন্ডনে থাকেন। উনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন (সবসময় নয় জরুরি প্রয়োজনে)। কার্ডের বিল ৫৪ দিনের মধ্যে পরিশোধ করতে হয়। ৫৪ দিনের ভিতরে না দিলে সুদ দিতে হবে। কিন্তু আমার ভাই প্রয়োজনে কার্ডটি ব্যবহার করেন এবং ৫৪ দিনের আগেই কার্ডের বিল পরিশোধ করেন। তিনি সুদ দেন না। এতে কি আমার ভাইয়ের গুনাহ হবে যেহেতু চুক্তি তো আছে কার্ড নেয়ার সময় যে ৫৪ দিনের ভিতরে বিল না দিতে পারলে সুদ দিতে হবে। ২। আর কার্ড দিয়ে কিছু কিনলে তা কি হালাল হবে? ৩। আমাদেরকে দিলে আমরা কি নিতে পারবো?

উত্তর :

১। যদি তিনি তা নির্ধারিত মেয়াদের মধ্যে পরিশোধ করার নিয়তে নিয়ে থাকেন এবং তার সামর্থ্যও রাখেন তবে তা ব্যবহারের অবকাশ রয়েছে। তবে সূদী কারবারে জড়িয়ে পড়ার আশংকা থাকলে এ কার্ড ব্যবহার করা জায়েয হবে না।
২+৩। হ্যাঁ।
আপনার স্মরণ রাখা উচিত, আপনার আইডি থেকে এ জাতীয় প্রশ্ন কমপক্ষে ৫/৬ করা হয়েছে।

Loading