প্রশ্ন : আসসালামু আলাইকুম, সুরা ফাতিহা এবং সূরা এখলাস (শুধু সুরা এখলাস একটানা ১০ বার পড়ে থাকি) এর জিকির করলে কি শুধু প্রথম বার বিসমিল্লাহ পড়লেই হবে, নাকি প্রত্যেকবারই বিসমিল্লাহ পড়তে হবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রতিবারই বিসমিল্লাহ বলা সুন্নাত।- সুনানে নাসাঈ,হাদীস নং ৯০৪;সুনানে দ্বারা ক্বুতনী,হাদীস নং ১১৮৫

Loading