প্রশ্ন : নামায আদায় করার সময় সুরা ফাতেহার পর যদি কুরআনের কোন সুরার আয়াত পাঠ করি, সে ক্ষেত্রে সর্বনিন্ম কয় আয়াত পাঠ করব? আয়াতুলকুরসী পড়ে আমি এক রাকাআত শেষ করতে পারব কি?

উত্তর :

ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পড়লে নামায হয়ে যাবে।ছোট তিন আয়াতের সর্বনিম্ন পরিমান হল ত্রিশ হরফ। কাজেই কেউ যদি ত্রিশ হরফ বিশিষ্ট এক বা একাধিক আয়াত পড়ে তবে নামায হয়ে যাবে। অনুরূপভাবে কোন রাকাআতে আয়াতুলকুরসী পড়লেও নামায হয়ে যাবে।–আদ্দুররুল মুখতার ১/৪৫৬-৪৫৯; বাদায়েউস সানায়ে ১/৩৪২।

Loading