প্রশ্ন : বিদআত বস্তু বিক্রি করা কি হারাম? যেমন গায়ে হলুদের ডালা, গায়ে হলুদের যাবতীয় বস্তু, বিয়ের প্রচলিত পাগড়ী, জন্মদিন পালন করার সামগ্রী যেমন বেলুন, happy birth day লেখা পোস্টার। এগুলো বিক্রি করা জায়েয কি?

উত্তর :

শরীআতের মূলনীতি হল, যে সকল জিনিস বৈধভাবে ব্যবহারের কোন সুযোগ নেই সেগুলো বিক্রি করা নাজায়েয। যেমন মদ, শুকর ইত্যাদি। আর যে সব জিনিস বৈধভাবে ব্যবহার করা যায়, হারাম কাজে সহযোগীতা করার নিয়ত না থাকলে তা বিক্রি করা জায়েয। সেহিসেবে গায়ে হলুদের ডালা, গায়ে হলুদের যাবতীয় বস্তু, জন্মদিন পালন করার সামগ্রী, happy birth day লেখা পোস্টার ইত্যাদি বিক্রি করা মাকরূহে তাহরীমী। কেননা এগুলো গায়ে হলুদ বা জন্মদিনের অনুষ্ঠান ব্যতীত কেউ সাধারণত ক্রয় করে না। তাই এগুলো বিক্রি করা উক্ত অনুষ্ঠানগুলোকে সহযোগিতা করার নামান্তর।
আর পাগড়ী বিক্রি করা জায়েয।-রদ্দুল মুহতার ৪/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ৪/২৯,৯৯; আল বাহরুর রায়েক ৫/২৪০

Loading