প্রশ্ন : মা কি তার ছেলে ও তার বৌ-এর কুরবানী আদায় করার জন্য টাকা দিতে পারবে? তাদের উপর কুরবানী ওয়াজিব।
উত্তর :পারবে। এক্ষেত্রে মা যদি তাদের পক্ষ থেকে কুরবানী দিয়ে দেয় তবে তাদের থেকে অনুমতি নিয়ে নিবে। -আদ্দুররুল মুখতার ৬/৩১৫।
![]()

পারবে। এক্ষেত্রে মা যদি তাদের পক্ষ থেকে কুরবানী দিয়ে দেয় তবে তাদের থেকে অনুমতি নিয়ে নিবে। -আদ্দুররুল মুখতার ৬/৩১৫।
![]()
কপিরাইট © ২০২৫, মুফতী আবুল হুসাইন। সর্বস্বত্ব সংরক্ষিত।