প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত ইমামের কতক্ষণ পর মুক্তাদী সালাম ফিরালে নামাযের কোন ক্ষতি হবে না? অর্থাৎ যদি ইমামের সালাম ফিরানোর পরেও মুক্তাদী দুআয়ে মাছূরা পড়তে থাকে এবং কিছু সময় দেরী হয় তবে কোন সমস্যা আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আত্তাহিয়্যাতু পড়া হয়ে গেলে ইমামের সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদী সালাম ফিরাবে। দুরূদ শরীফ বা দুআয়ে মাছূরার জন্য দেরি করবে না। কেননা ইমামের অনুসরণ করা ওয়াজিব আর দুরূদ শরীফ ও দুআয়ে মাছূরা পড়া সুন্নাত।–হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৩০৯; আদ্দুররুল মুখতার ১/৪৯৬

Loading