প্রশ্ন : পুরাতন কুরআন শরীফ ছিঁড়ে গেলে কি করা উচিত?

উত্তর :

উত্তম পদ্ধতি হল সেগুলো পবিত্র কাপড়ে জড়িয়ে বাঁশের চালা দিয়ে গোরস্থানে বা এমন স্থানে দাফন করবে যেখানে মানুষ চলাফেরা করে না। আর কেউ যদি হেফাজতের নিয়তে আগুনে পুড়িয়ে ছাই কোন কোন পবিত্র স্থানে ফেলে দেয় তবে তাও জায়েয। তবে প্রথম পদ্ধতিই উত্তম।– ইমদাদুল ফাতাওয়া  ৪/৫৫,৪৫৬।

Loading