প্রশ্ন : আমার একজন আত্নীয় একটি রিলেশনে জড়িয়ে পড়ে। এরই মধ্যে তাদের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়। ইসলাম ছেলে মেয়ের রিলেশন সমর্থন করে না। ১। এখন ছেলেটা যদি মেয়েটাকে বিয়ে করে তাহলে ইসলামিক ভাবে জায়েয হবে? ২। আর ছেলেটা যদি মেয়েটাকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে চায় তবে কি করতে হবে? ৩। তারা যে ভুল করছে তা থেকে ক্ষমা পাওয়া উপায় কি? প্রশ্নের উওরগুলো দিলে চির কৃতজ্ঞ থাকবো।

উত্তর :

১+২। হ্যাঁ, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয। যেহেতু তাদের সম্পর্ক উভয়ের পরিবার মেনে নিয়েছে তাই তারা পারিবারিকভাবে এগোবে।

আর বিবাহের মাসনূন পদ্ধতি হল, প্রথমে খুতবা পড়বে। অতঃপর মেয়ের অনুমতি নিয়ে দুজন (পুরুষ অথবা একজন পুরুষ ও একজন মহিলা) সাক্ষীর উপস্থিতিতে ছেলের নিকট মেয়ের পিতার নামসহ এভাবে প্রস্তাব দিবে- আমি অমুকের মেয়ে অমুককে তোমার নিকট এত টাকা মোহরের বিনিময়ে বিবাহ দিলাম। আর ছেলে বলবে আলহামদুলিল্লাহ্‌ আমি কবূল করলাম।

৩। উভয়ে আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করবে।

সুত্রসমূহঃ ফাতহুল কদীর ৩/১৯৯; আল বাহরুর রায়েক ৩/১৫৫

Loading