প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি বাসায় ঘুঘু, কবুতর ও জাভা পাখি পালন করি। এই তিনটি পাখিই খাওয়া যায়। আমার প্রশ্ন আমি এগুলোর বিষ্টা পরিষ্কারের সময় যদি কিছু পরিমান কাপড়ে বা শরীরে লাগে তবে তা নাপাক হবে কি? এবং কতটুকু পরিমান মাফ? জানালে উপকৃত হব। ধন্যবাদ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
উল্লেখিত পাখিগুলোর বিষ্ঠা পাক।–আল বাহরুর রায়েক ১/৩১৪; তাবয়ীনুল হাকায়েক ১/১২০ (শামেলা)

Loading