প্রশ্ন : জনাব জানার বিষয় হল -যাকাতের টাকা বিকাশে পাঠালে এবং বিকাশ খরচ না পাঠালে তার যাকাত আদায় হবে কি? হাওলা সহ উত্তর দিলে খুশি হতাম ৷

উত্তর :

যাকাত গ্রহীতার হাতে যতটুকু পৌঁছাবে ততটুকুর যাকাত আদায় হবে। পাঠানো বা আনুসাংগিক খরচ যাকাত হিসেবে কর্তন হবে না। কেননা যাকাতের টাকা কোন গরীবকে মালিক বানিয়ে দেওয়া শর্ত। আর এখানে তো গরীব উক্ত খরচের টাকা হাতেই পায়নি। তাহলে তার মালিক কি করে হবে? কাজেই খরচের টাকা বাদে গরীব যততুকু হাতে পাবে তারই কেবল যাকাত আদায় হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; ফাতহুল কদীর ২/২৬৭

Loading