প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে বিবাহর সময় যে দেনমোহর ধার্য করা হয় তা কিসের উপর ধার্য করা হয়? আমি বিবাহ করতে ইচ্ছুক কিন্তু কত টাকা দেনমোহর করব ঠিক বুঝতে পারছি না। আমার মাসিক গড় আয় ১৫০০০/- হাজার টাকা। কত টাকা দেনমোহর করা যাবে বলে দিলে খুব উপকৃত হতাম।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
বিবাহের মোহর সাধ্যের মধ্যে নির্ধারণ করা জরুরী। যাতে তা দেওয়া সম্ভব হয়। মোহর আদায়ের নিয়ত না থাকলে স্বামী স্ত্রীর মেলামেশা বৈধ হয় না। এটা অন্যান্য ঋণের মত আদায় করা জরুরী। কিন্তু বর্তমানে মোহর একটি তামাশায় পরিণত হয়েছে। এটা নির্ধারণের সময় ছেলের সামর্থ্যের দিকে কোন লক্ষ্য রাখা হয় না।
তাই আপনি আপনার সামর্থ্যের প্রতি লক্ষ্য রেখে মোহর নির্ধারণ করবেন। সর্বনিম্ন ৩০০০ টাকা মোহর নির্ধারণ করা যায়। আর বেশির কোন সীমা নেই। আপনি এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্কগুলো ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1743
http://muftihusain.com/ask-me-details/?poId=2962

Loading