প্রশ্ন : আসসালামু আলাইকুম। যদি হাতে বা অন্য কোথাও উযূ হয়না এই পরিমান আঠা লাগে এবং উযূর পর নামাযের জন্য দাঁড়িয়ে উক্ত আঠা চোখে পড়ে তবে ঐ আঠা উঠিয়ে পূনরায় পূর্ণ অযু করতে হবে নাকি শুধু ঐ হাত বা ঐ জায়গাটুকু ধুলেই হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
শুধুমাত্র ঐ অংশটুকুই ধোয়াই যথেষ্ট।–ফাতাওয়া হিন্দিয়া ১/৫

Loading