প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুফতী সাহেব, আমার আম্মু প্রায়ই সোনা রুপায় ধোয়া পানি ঘরে ছিটান, এটা নাকি ঘরের পবিত্রতা আর রোগ বালাই দূর করার জন্য+ ঘরে বিভিন্ন রকম মানুষ আসে, তাই তিনি এটা করেন। শরীয়াহ কি এটা সমর্থন করে, সোনা-রুপা ধোয়া পানি ছিটানো?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, এগুলো কুসংস্কার ও বিদআত। এগুলো করা যাবে না।