প্রশ্ন : আসসালামু আলাইকুম, নামাযের নিষিদ্ধ সময় ঢাকার টাইম অনুযায়ী কয়টায় হয় ? যদি এখনকার টাইম অনুযায়ী বলতেন তাহলে আমল করতে সহজ হতো- যেমন আজ জুমুআর দিন। মসজিদে 12 টার সময় ঢুকে মসজিদে ঢোকার দুই রাকাত নামায পড়তে চাইলাম কিন্তু মনে সন্দেহ হলো যে এখন মনে হয় নিষিদ্ধ সময় তাই নামায না পড়ে বসে যাই।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
সূর্যের কিনারা উদয় হওয়া থেকে নিয়ে শুরু করে উদয় হবার দশ মিনিট পর পর্যন্ত, দ্বিপ্রহরের সময় (অর্থাৎ সূর্য যখন ঠিক মাঝখানে থাকে যা এক মিনিটেরও কম সময়) এবং সূর্য লালচে বর্ণ হওয়া থেকে নিয়ে শুরু করে ডোবা পর্যন্ত নামায পড়া নিষিদ্ধ। এই সময়গুলো প্রতিদিন পরিবর্তন হতে থাকে। তাই ক্যালেন্ডার থেকে দিন হিসেবে উক্ত সময়গুলো দেখে নিবেন।–রদ্দুল মুহতার ১/৩৭০; আল বাহরুর রায়েক ১/৪৩৪

Loading