প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমি খুব বড় একটা ব্যাপার নিয়ে চিন্তিত আছি। আপনার এই সাইটে যদিও স্বপ্নের ব্যাখ্যা দেন না কিন্তু এই ব্যাপারটা সবার কাছে বলাও সম্ভব না। কারন এই ব্যাপারে সবার তো দূরে থাক খুব কম লোকেরই সঠিক জ্ঞান আছে। আমার কাছে মনে হচ্ছে আপনার কাছ থেকেই আমি আমার এই সমস্যার সঠিক সমাধান বা দিক নির্দেশনা পাব। বিগত ৪/৫ বছর আমি একই রকম স্বপ্ন দেখেছি ২/৩ বারের মত। কিন্তু গত ৮/৯ মাসে আমি প্রায় এই ধরনের স্বপ্ন বার বার দেখে যাচ্ছি, স্বপ্নগুলো হচ্ছে আমি নামায পড়ার জন্য মসজিদে থাকি কিন্তু ইমাম সাহেব কোনো না কোনো ভুল করলে আমি নামায না পড়ে চলে আসি। মূলকথা আমি নামায পড়া অবস্থায় বা নামায শুরু করার পূর্ব মুহূর্তে কোনো না কোনো সমস্যা বা ইমাম কর্তৃক ভুলের জন্য আমি নামায শেষ করতে পারছি না। এই রকম স্বপ্ন এখন আমি ঘন ঘন দেখছি। এরই মধ্যে আবার যোগ হয়েছে আমি একদিন দেখলাম আসরের নামায এর জন আমি উযু করতে পারছি না। পুকুর আমার সামনেই ছিল কিন্তু আমাকে কিছু লোক ওযু করতে দিচ্ছে না। তারপরে আবারো একদিন দেখলাম মাগরিব এর নামায এর জন্য আমি ওযু করতে পারছি না, যদিও পানি আমার কাছেই ছিল। এভাবে আমি হয়তো নামায পড়তে পারছি না। আর নয়তো উযু করতে পারছি না। আমার এই ধরনের স্বপ্নগুলোর ব্যাখা কি হতে পারে? দয়া করে জানালে উপকৃত হবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
আপনি সম্ভবত নামাযে অন্য খেয়ালে বেশি থাকেন। বাহিরের চিন্তা নামাযে বেশি আসে। নামায খুশু খুজুর সাথে একনিষ্ঠভাবে আদায় করুন। এর পদ্ধতি হল নামায সুন্নাত তরীকায় আদায় করা। নামাযের একান্নটি সুন্নাত জেনে তদানুযায়ী নামায পড়ুন। অনুরূপভাবে উযূর সুন্নাত সমূহ জেনে উযূও সুন্নাত তরীকায় করুন। ভালো হয় কোন নির্ভরযোগ্য আলেমের থেকে এগুলো মশক করে নেওয়া। ইংশাআল্লাহ এভাবে আমল করলে ঐ স্বপ্নগুলো আর দেখবেন না। আসলে উক্ত স্বপ্নগুলো দ্বারা উযূ নামাযে আপনাকে যত্নবান হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

Loading