প্রশ্ন : শরীরে কাঁঠালের আঠা লাগলে উযূ হবে কি?

উত্তর :

আঠার দরুন চামড়ায় পানি না পৌঁছালে উযূ সহীহ হবে না। আর যদি পানি পৌঁছে তবে উযূ হয়ে যাবে। কাজেই এটা নির্ভর করে আঠা লাগার ধরণের উপর।–আদ্দুররুল মুখতার ১/১৫২-১৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৪

Loading