প্রশ্ন : আসসালামু আলাইকুম। ইমামের কতটুকু পেছনে প্রথম কাতার দাড়ালে নামাযের কোন সমস্যা হবে না?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
খোলা প্রাঙ্গন বা মাঠ হলে যদি ইমামের এতটুকু পিছনে দাঁড়ায় যার মাঝে দুই কাতার দাঁড়াতে পারে তবে এক্তেদা  সহীহ হবে না। আর মসজিদে এতটুকু জায়গা ফাঁকা থাকলে সমস্যা নেই।–ফাতাওয়া হিন্দিয়া ১/৮৭; আল বাহরুর রায়েক ১/৬৩৫
 
 
				 
        
        