প্রশ্ন : ১। বীমা কোম্পানি যেমন বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন, মেটলাইফ, অ্যালিকো এগুলোতে চাকরি করা যাবে কি? ২। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরি করা যাবে কি? এটি শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা।

উত্তর :

প্রিয় দ্বীনী ভাই, উত্তর দিতে কিছুটা দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
১। না, যে কোন বীমা বা ইনস্যুরেন্সে চাকরি করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। বীমা মূলত সূদ ও জুয়া দুটি জিনিসের সমন্বয়।–সূরা মায়েদাহ, আয়াত ৯০; সূরা বাকারাহ, আয়াত ২৭৯; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৬
২। অনুচিত।

Loading