প্রশ্ন : একজন কুরআনের হাফেয নাকি হাশরের ময়দানে ১০ জন জাহান্নামী ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। এই কথাটি কতটুকু সত্য?

উত্তর :

হ্যাঁ, পারবে। হাদীস শরীফে রয়েছে-

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ الْقُرْآنَ فَاسْتَظْهَرَهُ شُفِّعَ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ قَدْ وَجَبَتْ لَهُمْ النَّارُ

অর্থঃ হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুরআন পড়ল অতঃপর তা হিফজ (মুখস্থ) করল আল্লাহ তাআলা তার পরিবারের এমন দশজনের ব্যাপারে তার সুপারিশ কবূল করবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে।-মুসনাদে আহমাদ ১২৬৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২১৬; জামে তিরমিজী, হাদীস নং ২৯০৫

Loading