প্রশ্ন : অন্যের বউ ভাগাইয়া নিয়ে বিয়ে করার কি কোন বিধান আছে যদি কেউ এই ধরনের কাজ করে ফেলে সেক্ষেত্রে ইসলামের কি বিধান? এই ধরনের বিবাহ ক্ষেত্রে কিভাবে শুদ্ধতা আনা যায়?

উত্তর :

উক্ত মহিলার স্বামী তাকে তালাক না দেওয়া পর্যন্ত তাকে বিবাহ করার কোন সূরত নেই। সে তালাক না দেওয়া পর্যন্ত উক্ত মহিলাকে যতবারই বিবাহ করা হোক না কেন বিবাহ সহীহ হবে না। তার সাথে থাকলে যিনা হতে থাকবে। এটা অত্যন্ত জঘন্যতম গোনাহের কাজ। খালেছভাবে তাওবা করে উক্ত মহিলাকে তার স্বামীর নিকট ফিরিয়ে দেওয়া কর্তব্য।

Loading