প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি শুনেছি পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করলে নাকি মৃত্যুর সময় কালিমা নসিব হয়। কথাটা কতটুকু সত্য? যদি সত্য হয় তাহলে আমি যদি ব্রাশ দিয়ে উক্ত আমল করি তাহলে এই ফজীলত হাসিল হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
উলামায়ে কেরাম বিভিন্ন হাদীসের আলোকে মিসওয়াকের ফায়েদাহ মধ্যে এমনটি লিখেছেন।
মিসওয়াক ব্যবহারে দুইটি জিনিস রয়েছে। একটি দাত পরিষ্কারের সুন্নাত অন্যটি মিসওয়াক জয়তুন, নিম ইত্যাদি গাছের ডাল হওয়ার সুন্নাত। ব্রাশ ব্যবহার করলে যদিও দাত পরিষ্কারের সুন্নাত আদায় হয়ে যায় তবে মিসওয়াক গাছের ডাল হওয়ার সুন্নাত আদায় হবে না। তাই পরিপূর্ণ সুন্নাত ও ফযীলাত গাছের ডাল ব্যবহারের মধ্যে রয়েছে।–শারহুল মুহাজ্জাব ১/২৮১; তাকী উসমানী, দরসে তিরমিজী ১/২২৬-২২৮

Loading