প্রশ্ন : আসসালামু আলাইকুম, এক হাদীসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসের প্রথম সোমবার ও বৃহস্প্রতিবার রোযা রাখতেন। তাহলে সুন্নাত কি মাসের শুধু প্রথম সপ্তাহের সোম ও বৃহস্প্রতিবারের রোযা? নাকি মাসের ৪ সপ্তাহই প্রত্যেক সোম ও বৃহস্প্রতিবার রোযা রাখা সুন্নত?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, শুধু মাসের প্রথম সপ্তাহ নয় বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্প্রতিবার রোযা রাখতেন।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৪৩৮

Loading