প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আপনি আমার একটা প্রশ্নের উওরে বলছেন শিয়াদের মধ্যে ইছনা আশারিয়ারা কাফের তাদের সম্পর্কে একটু বলবেন মোট কথা শিয়াদের সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? ২। ইয়াযিদ মুসলমান না কাফের? ৩। শিয়াদের বিয়ে করা যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। আসলে এটা একটা ব্যাপক বিষয়। নিম্নে প্রদেয় লিঙ্কের কিতাবটিতে (পৃষ্ঠা ২২৫-২৬৫) আপনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন-
https://ia801909.us.archive.org/27/items/islamiakida/Islami-Akida-O-Vranto-Motobad(Almodina.com).pdf
২। প্রিয় দ্বীনী ভাই, আল্লাহর বান্দা তো চলে গিয়েছেন। যদি তিনি তার মালিককে রাজী করতে পারেন তবে তো তিনি ভালোই আছেন। আর না করতে পারলে তার মালিক যে আচরণ করার তাই করছেন। তিনি ভালো নাকি মন্দ ছিলেন এর সাথে আমাদের ঈমান বা আমলের কোন সম্পর্ক নেই। আপনি নিশ্চিত থাকুন এ ব্যাপারে আপনি কবরে বা কিয়ামতে কখনো জিজ্ঞাসিত হবেন না। কাজেই এর পিছনে সময় দেওয়ার কি প্রয়োজন?
আর তিনি কাফের তো অবশ্যই ছিলেন না। কাউকে সুস্পষ্ট প্রমান ব্যতীত কাফের বলা জঘন্যতম গুনাহের কাজ। আর তার কাফের হবার ব্যাপারে সুস্পষ্ট কোন প্রমান পাওয়া যায় না। আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্কের কিতাবটি পড়তে পারেন-
http://www.darsemansoor.com/kitaab/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%A4-%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D/
৩। যে সকল শীআ এমন কোন আকীদাহ রাখে যার দ্বারা মানুষ কাফের হয়ে যায়, তাদের সাথে বিবাহ জায়েয নেই। যেমন হযরত আলী (রাঃ) কে খোদা মনে করা বা জিবরীল (আঃ) ভুল করে আলী (রাঃ) এর পরিবর্তে আল্লাহর রাসূলের নিকট ওহী নিয়ে গিয়েছিলেন এই আকীদাহ রাখা বা কুরআন শরীফকে বিকৃত মনে করা বা হযরত আবূ বকর ও ওমর (রাঃ) কে কাফের মনে করা অথবা সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হালাল মনে করা ইত্যাদি।–রদ্দুল মুহতার ৪/২৩৭; বাদায়েউস সানায়ে ৩/৪৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮২

Loading