প্রশ্ন : হাত তুলে দুআ করার সময় দুই হাতের মাঝে ফাঁকা থাকবে নাকি মিলিয়ে রাখবে? ফাঁকা রাখতে হলে কারন কি? কোন বিশেষ হেকমত থাকলে জানাবেন। জাযাকাল্লাহু খয়রন।

উত্তর :

হাত তুলে দুআ করার সময় দুই হাতের মাঝে সামান্য (দুই এক আঙ্গুল পরিমাণ) ফাঁক রাখা উত্তম। আর হেকমত আল্লাহ তাআলাই ভালো জানেন।–ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৮; আদ্দুররুল মুখতার ১/৫০৭

Loading