প্রশ্ন : আমার তিন লাখ টাকা একজন ব্যক্তি ধার নিয়েছিল। পুরো বছর তার নিকট ছিল। এখন এই টাকার যাকাত কি আমাকে দিতে হবে?

উত্তর :

হ্যাঁ, আপনাকেই উক্ত টাকার যাকাত দিতে হবে। তবে এক্ষেত্রে টাকা হস্তগত হওয়ার পরেও যাকাত আদায়ের সুযোগ রয়েছে। -আদ্দুররুল মুখতার ২/৩০৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮।

Loading